Apan Desh | আপন দেশ

‘পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৬, ৪ জানুয়ারি ২০২৬

‘পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক’

ছবি: আপন দেশ

নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যরা জনগণের আস্থার প্রতীক  হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (০৪ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্য হবে জনগণের আস্থার প্রতীক। পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। 

আরও পড়ুন<<>>‘সম্প্রচার, সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ এক মাসের মধ্যে গঠনের চেষ্টা করছি’

তিনি আরও যোগ করেন, প্রতিটি পুলিশ সদস্যকে ব্যক্তিগত সততা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। উপদেষ্টা এ সময় নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের করণীয় সম্পর্কেও আলোকপাত করেন। 

বিটিআরসি মিডিয়া বিভাগ ও পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বিশেষ কোর্সটি বর্তমানে ২৩তম ব্যাচে উপনীত হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ১৫০ জন পুলিশ সদস্য সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে ২৮টি ব্যাচে সর্বমোট ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে এ আধুনিক নির্বাচনি প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়