মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচায় সিংহ। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা সিংহটিকে খাঁচায় ফেরানো হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বেরিয়ে যায়। ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এরপর প্রায় আড়াই ঘণ্টা পর সিংহটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ।
রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
এদিকে, সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাক্তার মো. বয়জার রহমানের নেতৃত্বে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
আরও পড়ুন : মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ, যে কারণ জানাল কর্তৃপক্ষ
কমিটির অন্য সদস্য হলেন, উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের কাছে পেশ করবেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































