Apan Desh | আপন দেশ

নির্বাচন সামনে রেখে পুলিশে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ১৬ নভেম্বর ২০২৫

নির্বাচন সামনে রেখে পুলিশে বড় রদবদল

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি)সহ পুলিশ প্রশাসনে বড় রদবদল করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে ৩৮ জনকে বদলির আদেশ জারি করা হয়েছে।

এর মধ্যে পুলিশ সদর দফতরের আলোচিত ডিআইজি কাজী মো. ফজলুল করিম (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি)কে রেক্টর (অতিরিক্ত আইজিপি) পুলিশ স্টাফ কলেজে. শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার এবং ৬ জেলার এসপি পদে রদবদল করা হয়েছে। এছাড়া ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়েছে। এর আগে, তাকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছিল। পরে নানা সমালোচনার প্রেক্ষিতে সরকার ওই পদায়ন বাতিল করেন।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি স্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>শেখ হাসিনার রায় ঘিরে নিরাপত্তা বলয়ে দেশ

পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা পুলিশ সুপার ও ওসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জামায়াতে ইসলামীপন্থী পুলিশ কর্মকর্তাদের অতিগুরুত্ব দেয়া হয়েছে। পুলিশ সদর দফতরের একজন শীর্ষ কর্মকর্তা এক সময় শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রভাবশালী ব্যক্তি অতিকৌশলে বিএনপিপন্থী বা ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন এমন পুলিশ কর্মকর্তাদের মাঠ পর্যায় থেকে অন্যত্র কমগুরুত্বপূর্ন ইউনিটে বদলি করছেন। নতুন করে পদায়ন করা ৬জন এসপির মধ্যে ৩জন ছাত্র জীবনে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পেশাদার পুলিশ কর্মকর্তাদের জেলা পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে।

ওই কর্মকর্তারা আরও বলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা গৌতম কুমার বিশ্বাস বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। ডিএমপিতে পদায়নের আগে তিনি ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার, পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ একাধিক ইউনিটে দায়িত্ব পালন করেছেন। গৌতম কুমার টানা চারবছর (২০১৬-২০ সাল পর্যন্ত) পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে নানান বিতর্কে জড়ান। বিশেষ করে এ পুলিশ কর্মকর্তা মাগুরা-২ (শালিখা, মোহম্মদপুর ও সদরের কিছু অংশ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারের নিকটাত্মীয় পরিচয় দিতেন। সেই প্রভাব দেখিয়ে তিনি পাবনায় চলতেন। বিভিন্ন সময় ইসলামি জলসা বন্ধ, বিএনপি-জামায়াতের কর্মসূচি অনুমতি না দেয়া এবং পন্ড করে দেয়াসহ নানান অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে পাবনাবার্তা নামে একটি ফেসবুক পেজ থেকে গৌতম কুমারের তিনটি ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। যার ক্যাপশনে লেখা হয় পাবনায় থাকা অবস্থায় বিএনপি ও জামায়াতের বহু নেতাকর্মীকে লোমহর্ষক নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার নাম শুনলেই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা সব সময় তটস্থ থাকতেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে একাধিক তাফসির মাহফিল বন্ধ করার অভিযোগও রয়েছে। আর বিএনপি-জামায়াতকে নির্যাতনের পুরস্কার হিসেবে ২০১৮ সালে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়েছিলেন শেখ হাসিনা সরকার। তিনি আওয়ামী সংশ্লিষ্ট রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে গর্ববোধ করতেন। তার পদায়নে বিএনপি ও জামায়াতের নির্যাতিত নেতাকর্মীরা ক্ষুব্ধ। অবিলম্বে তার পদায়ন প্রত্যাহার করে তার বিচার দাবি করা হয় ওই পোস্টে।

রোববার (১৬ নভেম্বর) অন্যান্য যাদের বদলি করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়। এছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশের ডিআইজি, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে এবিপিএন সদর দফতরের ডিআইজি, গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলাকে পুলিশ সদর দফতরে এআইজি, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবআইয়ের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হাসান খানকে পিবিআইয়ের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। 

আরও পড়ুন<<>>শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ কাল

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ারকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি, এসবির বিশেষ পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদেরকে একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি, সিআইডির বিশেষ পুলিশ সুপার মাসুম বিল্লাহ তালুকদারকে ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, গাজীপুরের জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজাউর রহমানকে খুলনার কেএমপির উপপুলিশ কমিশনার, চট্টগ্রামের সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাসান মোস্তফা স্বপনকে হাসান মোস্তফা স্বপনকে সিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলামকে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার, ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার তহুরা জান্নাতকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ও ঢাকার রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ফরহানকে পিবিআইয়ের পুলিশের হিসেবে পদায়ন করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়