ছবি : আপন দেশ
রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আধা ঘন্টার ব্যবধানে দুই বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে বারিধারার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে।
বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ভিক্টর পরিবহনের বাসে শাহজাদপুর এলাকায় ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় দুই থেকে চারজন যাত্রী ছিলেন।
আগুন দেখতে পেয়ে বাসের ড্রাইভার-হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান মনিরুল।
আরও পড়ুন<<>>৫০ শতাংশ সেনা সদস্য সরিয়ে নেয়ার তথ্য গুজব: স্বরাষ্ট্র উপদেষ্টা
এর প্রায় আধা ঘণ্টা পরে মেরুল বাড্ডা এলাকায় আকাশ পরিবহনের একটি পার্কিং করা গাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। আগুনের কারণ তদন্তাধীন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান বলেন মেরুল বাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হবে। তদন্ত করে দেখা হবে এটি নিছক আগুনের ঘটনা, নাকি কেউ আগুন দিয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































