ছবি: আপন দেশ
আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার (০৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
আমদানি শুল্ক কমানো হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, আমদানির জন্য এরই মধ্যে ২ হাজার ৮০০টি আবেদন জমা পড়েছে। আমদানির আইপি দিলেই বাজারে পেয়াজ সয়লাব হবে। তবে কোথায় পেঁয়াজ মজুদ করে রাখা হলে সে বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন<<>>৫০ শতাংশ সেনা সদস্য সরিয়ে নেয়ার তথ্য গুজব: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, দীর্ঘদিন পেয়াজের দাম সহনীয় ছিলো। পাচঁদিনের মধ্যে পেয়াজের দাম ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পাওয়া যৌক্তিক না।
এসময় পেঁয়াজের ভালো ফলন হয়েছে উল্লেখ করে নতুন পেঁয়াজ বাজারে আসলে এক সপ্তাহের মধ্যে দাম কমবে বলে আশাপ্রকাশ করেন বাণিজ্য সচিব।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































