Apan Desh | আপন দেশ

জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৯, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৩০, ৩ নভেম্বর ২০২৫

জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। সোমবার (০৩ নভেম্বর) দুপুরে  প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 'করবী হলে' অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। তবে সংবাদ সম্মেলনে কে কথা বলবেন, সে বিষয়ে কোন তথ্য জানানো হয়নি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। ধারণা করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে।

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে তা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এ বৈঠক থেকে। 

আরও পড়ুন<<>>যোগাযোগের মাধ্যম হিসেবে নদীর কথা ভাবতে বললেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বা অন্য যেকোনো প্রয়োজনে সাধারণত ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন আয়োজিত হয়ে আসছে। এবারই প্রথম এ ব্রিফিং আয়োজন করা হলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

এর আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দলই একমত হয়েছিল ঐকমত্য কমিশনের বৈঠকে, যদিও গণভোট আয়োজনের সময় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। কমিশন সনদ বাস্তবায়নের রূপরেখাতেও গণভোট আয়োজনের সুপারিশ রেখেছে। তবে গণভোট আয়োজনের তারিখ সরকারের ওপর ছেড়ে দিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়