Apan Desh | আপন দেশ

‘সমালোচনার পাশাপাশি সরকারের সাফল্যও প্রচার করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:১৯, ৪ আগস্ট ২০২৫

‘সমালোচনার পাশাপাশি সরকারের সাফল্যও প্রচার করতে হবে’

জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

সমালোচনার পাশাপাশি সরকারের সাফল্যও প্রচার করার আহবান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (০৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দফতরে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহবান।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরা ও ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে এনবিআর।

সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠানে বক্তব্য দেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।

সরকারের কার্যক্রম নিয়ে অর্থনীতিবিদদের ঢালাও সমালোচনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, যারা অর্থনীতিবিদ কিছুই দেখেন না; দেখতে দৃষ্টি লাগে। অন্তরদৃষ্টি লাগে। যদি দেখতে না চান, দেখতে পারবেন না। আমরা অনেক ভুল করি, ঠিক আছে। তবে ভালো কাজগুলোকে উৎসাহ দিলে ভালো লাগে। যাইহোক, আপনাদের স্বাধীনতা আছে, আপনারা বলতে পারেন।

অর্থনীতিবিদদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, আমাদের জুনিয়র অর্থনীতিবিদ, তারা নাকি কিছুই দেখে না। আমি তাদের সবাইকে চিনি। ৭০ সাল থেকে শিক্ষকতা করি, সবাই আমার ছাত্র। যারা অর্থনীতিবিদ কিছুই দেখেন না; দেখতে দৃষ্টি লাগে। অন্তরদৃষ্টি লাগে। যদি দেখতে না চান, দেখতে পারবেন না।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা অনেক ভুল করি, ঠিক আছে। তবে ভালো কাজগুলোকে উৎসাহ দিলে ভালো লাগে। যা হোক, আপনাদের স্বাধীনতা আছে, আপনারা বলতে পারেন।

অনলাইনে আয়কর রিটার্ন দেয়ার বিষয়টি গণমাধ্যমে প্রচারের আহবান জানান অর্থ উপদেষ্টা। সরকারের সমালোচনার পাশাপাশি সাফল্যও প্রচার করতে বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, সুক্ষ্ম বিষয় থাকতে পারে। গ্লাসের অর্ধেক দিকটা না দেখে, পানিভর্তি উপরের দিকে তাকান। শুরুই যদি করেন অনেক কিছু বাকি আছে, অনেক কিছুই নাই। আমি ফ্যাসিস্টের পথে চলে গেছি।

সরকারের এ উপদেষ্টা বলেন, ক্রিটিসিজম আছে অনেকের ব্যাপারে বা অনেকের থাকে। আমি সব সময় বলি স্বচ্ছতা দিনের আলোতে বেরিয়ে আসে। আমার একটা কথা সানশাইন ইজ দ্য বেস্ট এন্টিসেপটিক। যতই সেভলন ব্যবহার করি, ডেটল ব্যবহার করি কিন্তু ড্রেসিংয়ের সময় দেখবেন ডাক্তাররা কিন্তু কোনো কিছুই দেয় না। জাস্ট একটু মোছা দিয়ে দেয়। আমার ওয়াইফ একদিন ড্রেসিংয়ের সময় বলল কিছুই তো দিচ্ছে না। ডাক্তারকে বললাম। তিনি বললেন, কিছু লাগবে না। খালি একটা গজ দিয়ে একটু উপরের দিকে ড্রেসিং করে দিলেন। বললেন- বাতাস ও সূর্যের আলোতে সুস্থ হয়ে যাবে। এটা হুইচ ইজ ট্রু।

অনলাইনে আয়কর রিটার্ন প্রক্রিয়া আরেকটু সহজ করার আহবান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমার বয়স ৬৫ বছরের বেশি; হয়তো একটু সময় পাব, চেষ্টা করব, তবে ডিফিকাল্ট আমার জন্য। আমি খুব টেক-সেভি না। মোবাইলে মেসেজ দিতে পারি আর ইমেইল দিতে পারি। এর বেশি কিছু করলে, আটকে গেলে আমি পারি না। কম্পিউটার ভাষা এমন ভাষা যে সবাই বুঝতে পারবেন, এক্সেস করতে পারবেন। অতি শিগগিরই কিন্তু এটা লোকজন ব্যবহার করবেন। 

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, বাজেটের পর একটি সংবাদ সম্মেলন করে সরকার। কিন্তু রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয় না কী ধরনের পরিবর্তন হয়েছে। কোনটা ভালো, কোনটা খারাপ সেটা বেসরকারি খাত থেকে আমরা শুনি, এর মধ্যে অনেক ভুলও হয়।

তিনি বলেন, যারা এনবিআর নিয়ে রিপোর্টিং করেন তাদেরকে নিয়ে বাজেটের পরবর্তী সময়ে একটি সেমিনার করা প্রয়োজন। বাজেটে যে পরিবর্তন করা হয়েছে সেগুলো আসলে কী ও কেন করা হয়েছে; কতটা রাজস্ববান্ধব এ জিনিসগুলা যদি আমাদের গণমাধ্যমকর্মীদের বোঝানো হয় তাহলে তারা জাতিকে বোঝাতে পারবে। ভুল বোঝাবুঝি কমে যাবে।

সেমিনারে ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে আনা পরিবর্তন নিয়ে কথা বলেন এনবিআরের শীর্ষ কর্মকর্তারা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়