Apan Desh | আপন দেশ

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:১৪, ২১ জুলাই ২০২৫

আপডেট: ০৯:১৫, ২১ জুলাই ২০২৫

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি।

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন উত্তীর্ণ হয়েছে।

রোববার (২০ জুলাই) রাত ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার বিকেলে মতিউর রহমান বলেছিলেন, ফলাফল দ্রুত প্রকাশের জন্য পিএসসি কাজ করছে। রোডম্যাপ অনুসারে সোমবারের (২১ জুলাই) মধ্যেই ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ হবে। তবে সব কিছু প্রস্তুত হলে আরও আগে (রোববার রাতে) ফলাফল প্রকাশ হতে পারে।

শুক্রবার (১৮ জুলাই) ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

জানা যায়, এ বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে সহকারী সার্জন নেয়া হবে দুই হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে ৩০০ জন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়