
ফাইল ছবি
জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার আইপ্যাডের জন্য আলাদা অ্যাপ আনার ইঙ্গিত দিয়েছে। এত দিন অ্যাপটি কেবল অ্যান্ড্রয়েড, আইফোন ও ম্যাক ব্যবহারকারীদের জন্য থাকলেও এবার আইপ্যাড ব্যবহারকারীরাও হয়তো খুব শিগগিরই এটি ব্যবহার করতে পারবেন।
এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে এক ব্যবহারকারী হোয়াটসঅ্যাপকে ট্যাগ করে আইপ্যাডের জন্য অ্যাপ রিলিজ করার দাবি জানান। এর জবাবে হোয়াটসঅ্যাপের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র একটি ‘আড় চোখের ইমোজি’ দিয়ে প্রতিক্রিয়া জানানো হয়। যদিও সরাসরি কিছু বলা হয়নি, তবে এ ইঙ্গিতটিই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। অনেকেই মনে করছেন, মেটা অবশেষে আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ আনতে প্রস্তুত।
মেটার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপগুলো স্মার্টফোনে ব্যবহারযোগ্য হলেও আইপ্যাডে এর ব্যবহারে এখনো রয়েছে সীমাবদ্ধতা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যেভাবে ফোন ও ট্যাবলেট উভয় ডিভাইসেই এ অ্যাপগুলো উপভোগ করতে পারেন, অ্যাপলের ট্যাবলেট ব্যবহারকারীদের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা অনেকটাই অসম্পূর্ণ।
মেটার অ্যাপগুলোর মধ্যে আইপ্যাড সংস্করণ না থাকায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ইনস্টাগ্রাম নিয়ে। ইনস্টাগ্রামের এখনো কোনো পূর্ণাঙ্গ আইপ্যাড অ্যাপ নেই। শুধুমাত্র আইফোনের সংস্করণটিই আইপ্যাডে চালানো যায়। এমনকি, ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী এক সময় বলেছিলেন, আইপ্যাডের জন্য ইনস্টাগ্রাম অ্যাপ আনা তাদের অগ্রাধিকার নয়।
এ সীমিত অভিজ্ঞতা নিয়ে বহু ব্যবহারকারী অভিযোগ করেছেন। আইফোনের স্ক্রিন অনুপাতে ইনস্টাগ্রাম চালালে আইপ্যাডে দুই পাশেই কালো ফাঁকা জায়গা দেখা যায়। বড় করে দেখতে চাইলে ব্যবহারকারীরা কেবলমাত্র অ্যাপটিকে দ্বিগুণ জুম করে ব্যবহার করতে পারেন—যা খুব একটা কার্যকর বা স্বচ্ছন্দ নয়।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য পরিস্থিতি আরও হতাশাজনক। কারণ হোয়াটসঅ্যাপের কোনো ধরনের আইপ্যাড সংস্করণই এখনো বাজারে আসেনি। যদিও বহু বছর আগে হোয়াটসঅ্যাপের একটি আইপ্যাড সংস্করণের বেটা অ্যাপ টেস্ট ফ্লাইটের মাধ্যমে চালু করা হয়েছিল, এরপর আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এমনকি এখন সে বেটা সংস্করণটিও আর উন্মুক্ত নয়।
ফলে এত দিনেও হোয়াটসঅ্যাপের আইপ্যাড অ্যাপ নিয়ে মেটার পক্ষ থেকে সাধারণ ব্যবহারকারীদের দেখানোর মতো কিছুই নেই। তবে সাম্প্রতিক ইঙ্গিত থেকে মনে হচ্ছে, অবশেষে এই প্রতীক্ষার অবসান ঘটতে পারে।
শুধু হোয়াটসঅ্যাপ নয়, মেটা আরও একটি জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের আইপ্যাড সংস্করণ নিয়েও কাজ চলছে বলে জানা গেছে। ফলে বোঝা যাচ্ছে, আইপ্যাডের জন্য নিজেদের জনপ্রিয় অ্যাপগুলো আনতে মেটা নতুন করে মনোযোগ দিচ্ছে।
বর্তমানে মেটার মালিকানাধীন অ্যাপগুলোর মধ্যে ফেসবুকের আইপ্যাড সংস্করণ রয়েছে। তবে থ্রেডস এখনো শুধু আইফোনে ব্যবহারযোগ্য। অ্যাপল ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মেটার এই পদক্ষেপ প্রযুক্তি জগতে ইতিবাচক বার্তা দেবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তথ্যসূত্র: ম্যাকরিউমার ও টেকটাইমস
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।