
ছবি: আপন দেশ
বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে সাক্ষাৎ করেছে। বুধবার (৩০ এপ্রিল) দলের সভাপতি ব্যারিস্টার নাসিম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএমএল-এর মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।
সাক্ষাৎকালে তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।