
আশুলিয়া থানার অন্যান্য কর্মকর্তারা নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। ছবি: সংগ্রহীত
ঢাকার আশুলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করলেন মনিরুল হক ডাবলু। ১৯৭৮ সালে রাজবাড়ীর জেলায় জন্মগ্রহণকারী মনিরুল হক ডাবলুর রাজনৈতিক আদর্শ বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর (লিয়াকত-বাবু) কমিটিতে তিনি নির্বাহী সদস্য ছিলেন। যে ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ।
তার দলীয় সাবেক এমপি নজরুল ইসলাম বাবু (নারায়নগঞ্জ-২) প্রত্যায়ন পত্রে মনিরুল হক ডাবলু সম্পর্কে আংশিক বর্ণনা তুলে ধরেছেন।
আরও পড়ুন<<>> বিনোদন যুবলীগ নেত্রী হলেন এফডিসির এমডি!
২০২২ সালেল ৪ জানুয়ারি এমপির ডিও লেটারে বাবু লিখেন, ‘আমি মোঃ নজরুল ইসলাম বাবু, এই মর্মে প্রত্যায়ন করছি যে, মোঃ মনিরুল হক ডাবলু, পিতা- মরহুম আঃ জলিল মিয়া, সাং- বাহাদুরপুর, থানাঃ গোয়ালন্দ, জেলাঃ রাজবাড়ী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সে কৃতিত্বের সহিত ফলাফল করে উত্তীর্ন হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের লিয়াকত-বাবু কমিটিতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির পক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সে ব্যক্তিগতভাবে মুজিব সৈনিক এবং শেখ হাসিনার একজন নির্ভীক কর্মী। বর্তমানে নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত আছেন। আমি তার সার্বিক সাফল্য কামনা করছি।’
এদিকে ঢাকা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ৩৭৩ নং আদেশে (০২ মার্চ ২০২৫ তারিখ) মনিরুল হক ডাবলুকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দিয়েছেন।
সোমবার (০৩ মার্চ) দুপুর ২টার দিকে তিনি আশুলিয়া থানায় যোগদান করেন। এ সময় থানার অন্যান্য অফিসাররা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
মনিরুল হক ডাবলু ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দান করেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।