Apan Desh | আপন দেশ

স্বেচ্ছায় অবসরে ছাগলকাণ্ডের মতিউর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৫, ৩১ জুলাই ২০২৪

স্বেচ্ছায় অবসরে ছাগলকাণ্ডের মতিউর

ফাইল ছবি

স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান। বুধবার (৩১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মকিমা বেগম সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত কমিশনার মো. মতিউর রহমানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অবসরের জন্য আবেদন করেন। তার ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন– ২০১৮ এর ধারা-৪৪ (১) ও ধারা-৫১ অনুযায়ী তাকে চাকরি থেকে অবসর দেয়া হচ্ছে। তবে স্বেচ্ছায় অবসর নেয়া মতিউরকে অবসরজনিত আর্থিক সুবিধা (অবসর উত্তর ছুটি, লাম্পগ্র্যান্ট এবং পেনশন ছাড়াই অবসর (ঐচ্ছিক) প্রদান করা হয়েছে।

আগামী ২৯ আগস্ট, ২০২৪ তারিখ থেকে মতিউর রহমানের অবসর কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে, এ বছরের ঈদুল আজহার সময় মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকার ছাগল কিনে। এ ছাগল কেনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসেন মতিউর রহমান। ছেলের বিলাসী জীবনযাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার সূত্র ধরেই মতিউরের বিপুল সম্পদ ও দুর্নীতির বিষয়টি সামনে আসে।

এরপর থেকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, পার্ক, বিলাসবহুল বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পত্তি থাকার তথ্য বের হতে থাকে। পুঁজিবাজারেও মোটা অঙ্কের বিনিয়োগ আছে মতিউরের।

এ ঘটনার পর মতিউর, তার স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও তাদের ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা