Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী

‘যে তাণ্ডব চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯, ২৫ জুলাই ২০২৪

আপডেট: ১৩:৫৯, ২৫ জুলাই ২০২৪

‘যে তাণ্ডব চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে’

ছবি: সংগৃহীত

মিরপুর দশ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মেট্রোরেল পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে মিরপুর দশ নম্বরে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনের সময় চালানো ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, সবমানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তারা যেন ঘরে ফিরে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারে, সেজন্যই এ মেট্রোরেল। এমন স্থাপনার উপর হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহবান জানান প্রধানমন্ত্রী।

কোটা আন্দোলনের সুযোগে নাশকতা-ধ্বংসযজ্ঞ চালানোর কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। যারা দেশের এ ক্ষতি করল, তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। নাশকতায় জড়িত সবার বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকারীদের নতুন নতুন দাবি নিয়ে কালক্ষেপনের সুযোগে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। 

শেখ হাসিনা বলেন, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, ডেটাসেন্টারের মত প্রতিটি স্থাপনা যা মানুষের জীবনমান উন্নত করে, স্বস্তি দেয় তার উপর হামলা হয়েছে। নাশকতাকারীদের বিচারের কথাও বলেন প্রধানমন্ত্রী। 

গত শুক্রবার মেট্রোরেলের মিরপুর দশ নম্বরে ও কাজীপাড়া স্টেশনে ধ্বংসযজ্ঞ চালানো হয়। তাতে স্টেশন দুটি পুনরায় চালু করতে কত সময় লাগবে, তা অনিশ্চিত বলেও জানান প্রধানমন্ত্রী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে চলছে নানা সমীকরণ বগুড়ায় মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকায় টিকে গেলেন মান্না যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে: যুক্তরাষ্ট্র খালেদা জিয়ার আদর্শ অনুসরণেই দেশের অগ্রগতি সম্ভব: রিজভী ভেনেজুয়েলায় হামলা, মাদুরোকে সস্ত্রীক আটকের দাবি ট্রাম্পের ঘন কুয়াশায় অন্ধকার রাজধানী, তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে মনোনয়ন বাতিল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন তাসনিম জারা স্বর্ণ-রুপার আজকের বাজারদর ৩০তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন শৈত্যপ্রবাহ নিয়ে ‘দুঃসংবাদ’ তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে যে অভিযোগ জানাল ইরান বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি : রিজভী