ছবি:সংগৃহীত
রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাশে পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে বলে আমাদের কাছে ফোন আসে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
দুষ্কৃতকারীরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































