
ফাইল ছবি
ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা ২৮ মে’র মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে ঈদের ছুটি ছয় দিন নির্ধারণের আহবানও জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৯ মে) ডিইউজে সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে সাংবাদিকদের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধ করতে হবে। ঈদ আনন্দ কষ্টের না হয়ে উঠুক—সেটিই প্রত্যাশা।
এছাড়া পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন আনন্দময় করতে এবারের ঈদের ছুটি ছয় দিন নির্ধারণেরও দাবি জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, কয়েকটি গণমাধ্যমে বছর জুড়ে বেতন বকেয়া রয়েছে। অনেকে বছরের পর বছর উৎসব ভাতা পান না। এটি অমানবিক ও ন্যায্য অধিকার হরণের শামিল। ঈদের মত জাতীয় উৎসবের আগে সাংবাদিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা সময়মতো না দেয়া শ্রমিক শোষণের নামান্তর। তাই যে-সব সংবাদপত্র, টিভি চ্যানেল ও অনলাইন সংবাদ মাধ্যমে বকেয়া বেতন রয়েছে, অবিলম্বে তা পরিশোধ করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এসব বিষয় পর্যালোচনাপূর্বক দায়ীদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।