Apan Desh | আপন দেশ

বুয়েট শিক্ষার্থী রাব্বির হলের সিট ফিরিয়ে দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ৮ এপ্রিল ২০২৪

বুয়েট শিক্ষার্থী রাব্বির হলের সিট ফিরিয়ে দেয়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাব্বি। হলে তার সিট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাব্বির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জরুল হক।

বুয়েট শিক্ষার্থী রাব্বির হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে হলে তার সিট ফেরত দেয়ার নির্দেশনা চাওয়া হয়। রাব্বির পক্ষে ব্যারিস্টার হারুনুর রশিদ এ রিট দায়ের করেছেন। বুয়েটের ভিসিসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে, বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করা হয়। এ ঘটনার সার্বিক বিষয় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। গত ৩০ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বুয়েট প্রশাসন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়