Apan Desh | আপন দেশ

দেশের স্বার্থ-গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই: ইঞ্জিনিয়ার আশরাফ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:০২, ১৮ ডিসেম্বর ২০২৫

দেশের স্বার্থ-গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই: ইঞ্জিনিয়ার আশরাফ

সংগৃহীত ছবি

দেশের স্বার্থ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। সে লক্ষ্য বাস্তবায়নে বিএনপিই একমাত্র ভরসা। এ মন্তব্য করেছেন বিএনপি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুরের পুুবেরচরে গ্রাম সরকার আবু তাহেরের বাড়ীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন>>>>শরিকদের কতটি আসন ছাড়ছে বিএনপি, চূড়ান্ত হবে শুক্রবার

ইঞ্জিনিয়ার আশরাফ বলেন, প্রতিটি জাতীয় সংকটে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্রাণকর্তা হিসেবে সামনে এসেছেন। তার পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া ও বর্তমানে তারেক রহমান সে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছেন।

আসন্ন রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের জাতীয় মুক্তির সনদ। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থানের নতুন অধ্যায় শুরু হবে। তার নেতৃত্বে ও ভবিষ্যতে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী রাজনীতির চতুর্থ প্রজন্ম দেশের সামনে এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ নেতা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়