Apan Desh | আপন দেশ

ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২২:১২, ১০ ডিসেম্বর ২০২৫

ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ ৩ সেনা নিহত

সংগৃহীত ছবি

ইরানে ‘সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর’ হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। ইরানের প্রেস টিভি জানিয়েছে, বুধবার (১০ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে।

আইআরজিসি’র কুদস আঞ্চলিক সদর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয়।
 
আইআরজিসি বাহিনী ওই অঞ্চলে এরইমধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে হামলাকারীদের খুঁজে বের করে মোকাবিলা করার অভিযান চলছে। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনী উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে।
 
দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর ওপর হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ‘বিদেশি গোয়েন্দা সংস্থা’র সঙ্গে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। সূত্র: প্রেস টিভি

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়