মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির জেরে এ ঘোষণা দেন তিনি। শুক্রবার (২৮ নভেম্বর) ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
প্রতিবছর তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে হাজার হাজার মানুষ শিক্ষা, কর্মসংস্থান ও উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে আসে। নতুন সিদ্ধান্তের ফলে বৈশ্বিকভাবে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর), আফগানিস্তানে অবস্থানকালে মার্কিন সেনাবাহিনী এবং সিআইএ-র সঙ্গে কাজ করা এক আফগান নাগরিক দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর জো বাইডেন প্রশাসনের একটি বিশেষ ব্যবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে আসেন। ঘটনাটি পুরো অভিবাসন ব্যবস্থায় তীব্র সংকট সৃষ্টি করেছে, যা ট্রাম্পকে সরাসরি এ ঘোষণা দিতে প্ররোচিত করেছে।
ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, আমরা প্রযুক্তিতে বড় অগ্রগতি করেছি। কিন্তু ভুল অভিবাসন নীতির কারণে এসব অর্জন নষ্ট হয়ে যাচ্ছে, এবং বহু মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়ছে। আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমেরিকার পুরো ব্যবস্থাকে নিজেকে ঠিক করার সুযোগ দেয়া যায়।
আরও পড়ুন<<>>শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা-ভূমিধসে কমপক্ষে ৫৬ জনের মৃত্যু
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এছাড়া জো বাইডেনের আমলে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা লাখ লাখ মানুষের থাকার অনুমতিও আমি বাতিল করব। বাইডেন অবৈধভাবে এ মানুষগুলোকে দেশে ঢুকতে দিয়েছে। যারা যুক্তরাষ্ট্রে কোনো অবদান রাখে না বা সত্যিকারের এ দেশকে ভালোবাসতে পারে না—তাদের বহিষ্কার করা হবে।
তিনি বলেন, বিদেশিদের জন্য সকল সরকারি সুবিধা ও আর্থিক সহায়তা বন্ধ করে দেয়া হবে। যারা আমাদের দেশের শান্তি বিঘ্নিত করবে—তাদের নাগরিকত্বও বাতিল করা হবে। যে কোনো বিদেশি যিনি দেশের বোঝা, নিরাপত্তার জন্য হুমকি বা আমেরিকান সংস্কৃতিতে একীভূত হতে অক্ষম, তাকে অপসারণ করা হবে।
ট্রাম্প লিখেছেন, প্রধান লক্ষ্য হলো অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা ব্যাপকভাবে কমানো এবং যারা সমস্যা সৃষ্টি করে তাদের সরিয়ে দেয়া—এর মধ্যে বিশেষ ছাড়ে প্রবেশকারীরাও অন্তর্ভুক্ত।
আমেরিকাকে উন্নত করতে অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়া প্রয়োজন বলে উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, এটি পুরোপুরি ঠিক করার একমাত্র উপায় হলো অভিবাসীদের তাদের দেশে ফিরে যাওয়া।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































