ফাইল ছবি
সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ক্ষমতা ও আজীবন গ্রেফতার–মুক্তির সুযোগ দিয়ে ২৭তম সাংবিধানিক সংশোধনী পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট। সমালোচকদের মতে, এ সিদ্ধান্ত দেশটিকে আরও স্বৈরতান্ত্রিক শাসনের দিকে ঠেলে দেবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইনে স্বাক্ষর হওয়া এ সংশোধনীতে দেশটির সর্বোচ্চ আদালতগুলোর কাঠামো ও কার্যপ্রণালীতেও বড় পরিবর্তন আনা হয়েছে। সরকারপক্ষ বলছে, সেনাবাহিনীর প্রশাসনিক কাঠামো আরও পরিষ্কার করা এবং আদালতের মামলার জট কমানোই এসব পরিবর্তনের লক্ষ্য।
আরও পড়ুন<<>>ঈমান-আকিদার বিষয়ে সমঝোতা অসম্ভব: সাইয়েদ মাহমুদ মাদানী
পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানে সেনাবাহিনী সবসময়ই রাজনৈতিকভাবে প্রভাবশালী। কখনও সরাসরি ক্ষমতা দখল, কখনও আড়ালে থেকে সরকার পরিচালনার ইতিহাস রয়েছে তাদের।
বিশ্লেষকরা এটিকে হাইব্রিড শাসনব্যবস্থা হিসেবে উল্লেখ করেন। অনেকেই মনে করছেন, নতুন সংশোধনীর মাধ্যমে ক্ষমতার পাল্লা আরও সেনাবাহিনীর দিকেই ঝুঁকছে।
ওয়াশিংটনের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, এটা স্পষ্ট ইঙ্গিত—পাকিস্তান এখন আর হাইব্রিড নয়, পোস্ট–হাইব্রিড শাসনব্যবস্থায় প্রবেশ করছে। নাগরিক ও সামরিক ক্ষমতার ভারসাম্য এখন প্রায় একচেটিয়াভাবে সামরিক বাহিনীর হাতে।
নতুন আইনে ২০২২ সাল থেকে সেনাপ্রধানের দায়িত্বে থাকা মুনির এখন নৌবাহিনী ও বিমানবাহিনীর ওপরেও তত্ত্বাবধান করবেন। তাঁর ফিল্ড মার্শাল উপাধি থাকবে আজীবন এবং অবসরের পরও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরামর্শে তাঁকে বিশেষ দায়িত্ব দেয়া যাবে। ফলে জনজীবনে দীর্ঘদিনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি—এমনটাই ধরে নেয়া হচ্ছে।
সরকারপক্ষ দাবি করছে, এটি সেনাবাহিনীর কমান্ড কাঠামো স্পষ্ট করছে। সরকারি বার্তা সংস্থা এপিপি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বরাত দিয়ে বলেছে—নতুন কাঠামো আধুনিক যুদ্ধের চাহিদা অনুযায়ী সামরিক ব্যবস্থাকে সাজাবে।
তবে সমালোচকরা বলছেন, এতে বেসামরিক ক্ষমতার জায়গা আরও সঙ্কুচিত হচ্ছে। মানবাধিকার কমিশনের সহসভাপতি ও সাংবাদিক মুনিজায়ে জাহাঙ্গীর বলেন, সামরিক ও বেসামরিক সম্পর্কের ভারসাম্য নেই। যেখানে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল, সেখানে বরং তাদের আরও ক্ষমতাশালী করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































