Apan Desh | আপন দেশ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৭, ১৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৪৭, ১৫ নভেম্বর ২০২৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৭

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক একসঙ্গে বিস্ফোরিত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নওগাম থানায় এ ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক বিভাগের কর্মকর্তা। বিস্ফোরক পরীক্ষা করতেই তারা নওগাম থানায় অবস্থান করছিলেন। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা, একজন নায়েব তহশিলদারও রয়েছেন।

আহতদের ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এসকেআইএমএস) ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পৌঁছেছেন এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

আরও পড়ুন<<>>মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইস-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়টির সুরাহা করেছিল। পোস্টারের সূত্র ধরে তারা ব্যাপক বিস্ফোরক উদ্ধার করার দাবি করে। এছাড়া কয়েকজন চিকিৎসককেও গ্রেফতার করার কথা জানান।

এর মধ্যে আদিল আহমেদ রাথের নামে এক চিকিৎসককে গত অক্টোবরে গ্রেফতার করা হয়। তিনি এমন পোস্টার লাগাচ্ছিলেন যেখানে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরে বহিরাগতদের ওপর বড় হামলার হুঁশিয়ারি বাক্য ছিল। তাকে গ্রেফতারের পর একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়, যারা দিল্লিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করে।

রাথারকে জিজ্ঞাসাবাদের সময় আরেক চিকিৎসক মুজাম্মিল শাকিলের নাম উঠে আসে। হরিয়ানার ফারিদাবাদের আল–ফালাহ মেডিকেল কলেজে কর্মরত শাকিলের সঙ্গে সম্পৃক্ত বাড়ি থেকে যৌথ অভিযানে প্রায় ৩ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। এরপর শাকিল ও বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক ডা. শাহীন সাঈদকে গ্রেফতার করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে:তারেক রহমান নির্বাচন-গণভোট: তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ‘চাঁদাবাজদের আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব’ ইরানের নতুন হুঁশিয়ারি স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন