ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা সরকারি ‘শাটডাউন’ শেষ করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে সেটি পূর্ণতা পেয়েছে।
স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে এ বিষয়টি নিয়ে সমঝোতা চুক্তিটির পক্ষে ২২২ ভোট ও বিপক্ষে ২০৯ ভোট পড়ে। প্রতিনিধি পরিষদের ছয়জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে ‘হ্যাঁ’ ভোট দেয়ায় প্রস্তাবটি উৎরে যায়।
তবে এর মধ্যে শাটডাউন শুরু হওয়ার পর ৪৩ দিন কেটে গেছে। এতে যুক্তরাষ্ট্রের হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন, অনেককে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে অথবা অব্যাহতি দেয়া হয়।
এর আগে সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শাটডাউন শেষ করার ও সরকারকে তহবিল যোগানোর একটি প্রস্তাব পাস হয়েছিল, বুধবার সেটিই অনুমোদন করেছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
কংগ্রেসের উভয়কক্ষে পাস হওয়া এ প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানো হয়। বুধবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউজের ওভাল দফতরে ট্রাম্প প্রস্তাবটিতে স্বাক্ষর করেন। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি শাটডাউন অবসান হওয়ার পথ খুললো।
প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাস হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই ট্রাম্প এটিতে স্বাক্ষর করেন।
এর ফলে যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা ফের শুরু, হাজার হাজার ফেডারেল কর্মীর আটকে থাকা বেতন দেয়া ও ব্যাহত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেম আবার স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়া শুরু হবে।
প্রস্তাবটিতে ট্রাম্পের স্বাক্ষরের ফলে ৪৩ দিন ধরে বিনাবেতনে ছুটিতে থাকা ফেডারেল কর্মীরা আবার তাদের কাজে ফিরতে পারবেন।
বৃহস্পতিবারই তারা কাজে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারি সবগুলো পরিষেবা ও কার্যক্রম কতো দ্রুত পুরোপুরি সচল হবে তা পরিষ্কার হয়নি। তথ্য: বিবিসি ও রয়টার্স
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































