Apan Desh | আপন দেশ

পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৪:৪২, ১২ অক্টোবর ২০২৫

পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি তালেবানের

ফাইল ছবি

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তালেবান সরকার এ দাবি করেছে। রাতভর এক তীব্র অভিযানের পর এ দাবি করা হয়। 

রোববার (১২ অক্টোবর) আফগান কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বার্তাসংস্থা এপি’র প্রতিবেদন অনুযায়ী, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটি দখল করেছে। অভিযানে আরও ৩০ জন পাকিস্তানি সেনা আহত হয়েছে। আফগানিস্তানের সকল সরকারি সীমান্ত ও ‘কার্যত রেখার’ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি তাদের বাহিনীর ‘প্রতিশোধমূলক ও সফল অভিযান’। যদি বিরোধী পক্ষ আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। 

আরও পড়ুন>>>গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

আফগানিস্তান দাবি করে, গত বৃহস্পতিবার পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছিল। যার জেরেই এ পাল্টা হামলা। তবে সেনা হতাহত ও ঘাঁটি দখলের আফগানিস্তানের এ দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান।

অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আফগান হামলাকে ‘বিনা উস্কানিতে’ করা হয়েছে বলে নিন্দা করেছেন। তিনি অভিযোগ করেন, আফগান বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে। যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নাকভি সতর্ক করেছেন যে, তার দেশের বাহিনী প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর দিয়ে পাল্টা জবাব দেবে।

উল্লেখ্য, এর আগে পাকিস্তানও দাবি করেছিল যে তারা আফগানিস্তানের ১৯টি ঘাঁটি দখল করেছে। ৫০ জন তালেবানকে হত্যা করেছে। সীমান্তের এ সংঘাত নিয়ে দুই পক্ষের দাবি-পাল্টা দাবি অব্যাহত রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়