Apan Desh | আপন দেশ

গাজায় ইসরায়েলি বর্বরতায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪১, ১৫ মে ২০২৫

আপডেট: ১২:১৮, ১৫ মে ২০২৫

গাজায় ইসরায়েলি বর্বরতায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

ছবি: সংগৃহীত

জাতিসংঘ ও বিশ্ব জনমত উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর গণহত্যামুলক আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দখলার ইয়াহুদীবাদিদের আগ্রাসনে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি বাহিনীর হামলায় যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডটিতে গত ২৪ ঘন্টায় ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর গাজা ও জাবালিয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫২ হাজার ৯২৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৪৬ জনেরও বেশি মানুষ। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে জানানো হয়েছে।

এছাড়া চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলের নতুন করে শুরু হওয়া হামলায় প্রাণ গেছে প্রায় ২ হাজার ৮০০ জন ফিলিস্তিনির। আহত হয়েছেন আরও অন্তত ৭ হাজার ৮০০ জন।

এর আগে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। এরপর দুই মাস কিছুটা শান্তি থাকলেও মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করে তেলআবিব। হামাসের সঙ্গে মতানৈক্য ও গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে এ হামলার নতুন পর্যায় শুরু হয় বলে জানানো হয়।

জাতিসংঘের হিসেবে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। উপত্যকার অধিকাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়