
ছবি: সংগৃহীত
জনদুর্ভোগের কথা বিবেচনা করে রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এর ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার (০৪ জুলাই) অবরোধের প্রায় ২ ঘণ্টা পর সন্ধ্যার দিকে শাহবাগ মোড় ছেড়ে দিলে যান ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন চাকরিপ্রার্থীরা।
তবে ৪৪তম বিসিএসের পুনঃফলাফল ও পিএসসি সংস্কার না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এর আগে এদিন বিকেলে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল পুনরায় প্রকাশ, নন-ক্যাডার বিধিমালা ২০২৩ বাতিল, পিএসসিতে বসে রিটেন খাতা দেখা ও বিসিএস পরীক্ষার আগে যৌক্তিক সময় দেয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে দাবি আদায়ে প্রায় ২ ঘণ্টা ধরে অবরোধ চালিয়ে যান তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চাকরিপ্রার্থীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরবর্তীতে জনদুর্ভোগের কথা বিবেচনায় শাহবাগ মোড় ছেড়ে দেন চাকরিপ্রত্যাশীরা।
আরওপড়ুন<<>>৪৪তম বিসিএসের ফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ
চাকরিপ্রত্যাশীদের ৪ দফা দাবিগুলো হলো-
১) ৪৪তম বিসিএসের জন্য অধিযাচিত সব পদসহ পুনঃসুপারিশ এবং চয়েস লিস্টের নিচের ক্যাডারে সুপারিশ বাদ দিয়ে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল পুনরায় প্রকাশ করতে হবে। একই সঙ্গে পরবর্তী বিসিএসগুলোতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
২) নন-ক্যাডার বিধি ২৩ বাতিল বা সংশোধন করতে হবে। পাশাপাশি ভাইভায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে ৯ম ও ১০ম শ্রেণি গ্রেডে চাকরি দিতে হবে।
৩) অধিকতর স্বচ্ছতার জন্য প্রিলি, রিটেন ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে এবং পরবর্তী বিসিএস থেকে লিখিত পরীক্ষার খাতা পিএসসিতে বসে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি চলমানসহ পরবর্তী বিসিএসে ভাইভার মার্ক সর্বোচ্চ ১০০ করতে হবে।
৪) প্রয়োজনীয় প্রস্তুতির জন্য স্পেশাল বিসিএসসহ সব পরীক্ষার আগে একটি যৌক্তিক সময় দিতে হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।