মাসুদ পারভেজ সোহেল রানা
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীর জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ ইস্যুতেই এবার সরব হয়েছেন কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা।
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপি ও জামায়াতের এ সমঝোতার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান সোহেল রানা। তিনি সরাসরি এনসিপির নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত ছিল অত্যন্ত স্পষ্ট। সোহেল রানা লেখেন:
“সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এত দিন জনগণকে কেন বোকা বানালি।”
তার এ পোস্টের কমেন্ট বক্সে সাধারণ মানুষ ও অনুসারীদের মন্তব্যে এটি নিশ্চিত হওয়া যায়, তিনি এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানকেই লক্ষ্য করেছেন।
সোহেল রানা শুধু এনসিপির সমালোচনা করেই ক্ষান্ত হননি। অন্য একটি পোস্টে তিনি প্রবীণ রাজনীতিবিদ ড. অলি আহমেদ ও আখতারুজ্জামানকেও এক হাত নিয়েছেন। সেখানে তিনি লেখেন, আখতারুজ্জামান, অলি আহমেদ—ধিক তোমাদের দুজনকে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































