Apan Desh | আপন দেশ

কুড়িগ্রাম-২ আসনে নজরুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র জমা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৮, ২৯ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রাম-২ আসনে নজরুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র জমা

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম খাঁন। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ মনোনয়নপত্র জমা দেন।

কুড়িগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর কাছে ডা. নজরুল ইসলাম খান তার মনোনয়নপত্র হস্তান্তর করেন। এ সময় তার সঙ্গে দলের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওর পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ও সংক্ষিপ্ত বক্তব্য দেন।

আরও পড়ুন>>>জামায়াত জোটে যুক্ত নতুন দল, জানা যাবে ১১ দলের আসন বিন্যাস

নজরুল ইসলাম খাঁন বলেন, দীর্ঘদিন পরে  বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়ায় দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এ দিনটির জন্য আমি মহান আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি মনোনীত হয়ে কুড়িগ্রাম-২ আসনের আর্থসামাজিক উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, বন্যা ও নদীভাঙন রোধে কাজ করবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের মো. আবু বকর সিদ্দীক, জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ফজর আলী হক, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়