Apan Desh | আপন দেশ

যেভাবে বলিউড অভিনেত্রীর প্রতি মুগ্ধ হন মুফতি আনাস

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২৬ ডিসেম্বর ২০২৫

যেভাবে বলিউড অভিনেত্রীর প্রতি মুগ্ধ হন মুফতি আনাস

ছবি: সংগৃহীত

নিজের রুপ আর অভিনয় দিয়ে মাত্র বলিউডে জায়গাটা ধীরে ধীরে পাকাপোক্ত হচ্ছিলো, ঠিক তখনই ইসলামের আলোয় নিজেকে পরিশুদ্ধ করা সিদ্ধান্ত নেন অভিনেত্রী সানা খান। দ্রুতই রুপালী জগতকে বিদায় জানালেন তিনি।

নিজেকে শুধরিয়ে ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন ‘বিগ বস’ এর সাবেক এ প্রতিযোগী। বিয়ের পর সানার জীবনযাপনে আসা পরিবর্তনও বেশ আলোচনায় ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা খান জানিয়েছেন, বিয়ের আগে তার সঙ্গে স্বামীর সম্পর্কের শুরুটা ছিল একেবারেই ভিন্ন। সে সময় আনাস সাইদ নাকি তাকে ‘বাজি’-অর্থাৎ ‘বোন; বলেই সম্বোধন করতেন। ধর্মীয় অনুশীলনের সূত্রেই দুজনের পরিচয় এবং ঘনিষ্ঠতা বাড়ে।

সাবেক এ অভিনেত্রী জানান, স্বামী পাশে থাকলে তিনি নিজের বুদ্ধি খাটান না, বরং তার সিদ্ধান্তকেই অন্ধভাবে মেনে চলেন। ধর্মই তাদের দুজনকে কাছাকাছি এনে দেয়। সানার নিষ্ঠাভরে ধর্মাচরণ, তারকাসুলভ বিলাসিতা ছেড়ে সাদামাঠা জীবনযাপন-এসবই নাকি গুজরাটের ব্যবসায়ী আনাস সাইদকে ধীরে ধীরে মুগ্ধ করে।

আরও পড়ুন<<>>ন্যান্সির কণ্ঠে তারেক রহমানকে নিয়ে গান

সানা আরও জানান, তিনি তখন আনাস সাইদকে ‘মৌলানাজি’ বলেই ডাকতেন। সে সময় একেবারেই বুঝতে পারেননি, এ ধর্মগুরুই একদিন তার জীবনসঙ্গী হয়ে উঠবেন।

এ বিষয়ে আনাস সাইদের ভাষ্য, সানার প্রতি তার ভালোবাসা আরও গভীর হয় পরিবারের প্রতি তার মমত্ববোধ দেখে। বাবা-মায়ের যত্ন নেয়া থেকে শুরু করে সংসারের দেখভাল-সবকিছুই সানা করতেন আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে। তখনই তিনি বুঝে যান, যাকে এতদিন ‘বোন’ বলে সম্বোধন করেছেন, তিনিই ভবিষ্যতে তার স্ত্রী হতে চলেছেন।

ধর্ম, বিশ্বাস আর সাধারণ জীবনচর্চার মধ্য দিয়েই গড়ে ওঠে সানা খান ও আনাস সাইদের এ ব্যতিক্রমী সম্পর্ক-যার শুরুটা হয়েছিল একেবারেই ‘বাজি’ সম্বোধন দিয়ে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়