Apan Desh | আপন দেশ

স্লিভলেস গাউনে উষ্ণতা ছড়ালেন মন্দিরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫৪, ৭ ডিসেম্বর ২০২৫

স্লিভলেস গাউনে উষ্ণতা ছড়ালেন মন্দিরা

জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা হলেও খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছেন মন্দিরা চক্রবর্তী। ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বিভিন্ন সাক্ষাৎকারে মন্দিরা বলেন, তার পছন্দের অভিনেতা আরিফিন শুভ। মজার বিষয় প্রিয় নায়কের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে মন্দিরার। ‘নীলচক্র’ সিনেমা দিয়ে স্বপ্নের কাছাকাছি চলে এলেন মন্দিরা চক্রবর্তী।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এ চিত্রনায়িকা। প্রায়ই গ্ল্যামারাস লুকে ধরা দেন ভক্তদের সামনে। কখনো শাড়ি, কখনো স্লিভলেস গাউন ও ছিমছাম সাজে মুগ্ধতা ছড়ান মন্দিরা। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। 

শনিবার (০৬ ডিসেম্বর) রাতে একগুচ্ছ ছবি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের।

দেখা যায়, মন্দিরা পরেছেন চকলেট বা গাঢ় বাদামি রঙের একটি বডিকন গাউন। স্লিভলেস এ পোশাকটিতে রয়েছে সোনালী স্ট্র্যাপ এবং বুক ও কোমরের অংশে কার্ভি ফিটিং, যা তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে; উঠে এসেছে বোল্ডনেস!

আরও পড়ুন<<>>পোস্ট দিয়ে ডিলিট করলেন নায়িকা

প্রতিটি পোজেই এক আবেদনময়ী অভিব্যক্তি ছিল তার। এছাড়াও হালকা অলঙ্কার- হাতে বড় মেটালের বালা ও আঙুলে বাহারি আংটি; সঙ্গে খোলা ঢেউ খেলানো চুল যেন রীতিমতো ছড়িয়ে দেয় তার রূপের মাদকতা!

ছবির ক্যাপশনে মন্দিরা তুলে ধরলেনও এমনটাই। লিখেছেন, মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।

মন্দিরার এ পোস্টটি বেশ সাড়া ফেলে তার ভক্তদের মাঝে। মন্তব্যের ঘরে তার ভক্ত ও অনুসারীরা রূপ ও স্টাইলের প্রশংসা করেন।

অভিনয়ের আগে নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন মন্দিরা চক্রবর্তী। ছোটবেলা থেকে তিনি কত্থক নাচের প্রশিক্ষণ নেন এবং এ নাচের জন্য তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন।

২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে তিনি রানার্স আপ হয়েছিলেন। এরপর নাচের পাশাপাশি তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন। এ পর্ব পেরিয়ে চলচ্চিত্রে নাম লেখান। দুটি সিনেমা করেছেন; তবে বর্তমানে তার নতুন কোনো সিনেমার খবর এখনও জানা যায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়