ছবি: সংগৃহীত
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এ নায়িকা বরাবরই খবরের শিরোনামে থাকেন নানা কারণে। সম্প্রতি আরও একবার আলোচনা টালিউড সুন্দরি। হবু পুত্রবধূ দামিনী ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হন অভিনেত্রী। সঙ্গে নিয়ে যান ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকে। পুত্রের চেয়ে বয়সে বড় পুত্রবধূকে আদরে ভরিয়ে দেন তিনি।
সম্প্রতি শ্রাবন্তীকে দেখা গেল তার ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকের প্রেমিকা দামিনী ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, এ সময় তাকে আদরে ভাসান অভিনেত্রী। দীর্ঘদিন ধরে দামিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। অভিনেত্রী শুরু থেকেই তাদের এ সম্পর্ককে সমর্থন করেছেন।
সম্প্রতি ছিল দামিনী ঘোষের জন্মদিন। সে উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবন্তী ও অভিমন্যু দুজনেই। সেখানেই শ্রাবন্তী তার হবু পুত্রবধূ দামিনীর গালে চুমু খেয়ে কেক খাইয়ে দেন। তাদের এ স্নেহময় মুহূর্তের ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন<<>>বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দোয়া চাইলেন পূর্ণিমা
অভিনেত্রী শ্রাবন্তী এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক শাশুড়ি-বৌমার প্রথাগত সম্পর্কের মতো নয়। তাদের সম্পর্ক কিছুটা 'বোন' এর মতো। এর কারণ হলো তাদের দুজনের বয়সের ব্যবধান খুব কম। শ্রাবন্তীর থেকে দামিনী মাত্র দশ বছরের ছোট। অন্যদিকে, দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়ে বয়সে বড়।
এদিকে, ছেলে অভিমন্যুর সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। অভিনেত্রী জানিয়েছেন, অভিমন্যু তার 'খুব ভালো বন্ধু' এবং তার সবচেয়ে বড় সমালোচক।
গেল দুর্গাপূজায় মুক্তি পাওয়া শ্রাবন্তী অভিনীত সিনেমা 'দেবী চৌধুরানি' ভালো ব্যবসায়িক সাফল্য পেয়েছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে প্রসেনজিৎ চ্যাটার্জিও অভিনয় করেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































