Apan Desh | আপন দেশ

‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ১০ আগস্ট ২০২৫

‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন 

তিশা-শাওন। ফাইল ছবি

সংগীতশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা হিসেবে খ্যাতি রয়েছে মেহের আফরোজ শাওনের। শোবিজ কিংবা রাজনীতি, বিভিন্ন ইস্যুতে নিয়মিত মতামত দেন তিনি। আবার বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক এ দলটির সঙ্গেও জড়িত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাওন।

তবে গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর পর রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবশ্য ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এ অভিনেত্রী। 

অভিনয় সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টের পাশাপাশি রাজনৈতিক ইস্যুতে নিয়মিত পোস্ট করতে দেখা যায় তাকে। এবার ‘মুজিব’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন শাওন।

রোববার (১০ আগস্ট) নিজের ফেসবুক পেজে তিশার একটি ভিডিও শেয়ার করেন হুমায়ূন পত্নী। সেখানে তিশাকে সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও ভালোলাগার কথা বলতে দেখা যায়। ভিডিওতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিশার বেশ কিছু ছবিও যুক্ত ছিল।

আরওপড়ুন<<>>বউ সেজে বসেছিলাম, বর আসেনি: দেবলীনা

ভিডিও শেয়ার করে মেহের আফরোজ শাওন লিখেছেন, এ মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোটবোনের সঙ্গে এক ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এ চটপটে মেয়েটাও আপুনি ডাকতো। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।

তিনি আরও লেখেন, ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্ল্যাটফর্মে এ মিশুক মেয়েটার সঙ্গে দেখা হত।

আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে “ইনু মামা ইনু মামা” ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন।

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি এখনও দেখা হয়নি জানিয়ে শাওন পোস্টে আরও লেখেন, ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।

সবশেষে হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশে মেহের আফরোজ শাওন লেখেন, ‘নাটক কম করো পিও।’

এদিকে, অভিনেত্রী তিশাকে নিয়ে শাওনের এ পোস্ট মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করতে দেখা যায় তিশাকে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়