Apan Desh | আপন দেশ

‘আমার যৌনজীবন তো অত মশলাদার নয়’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ১৮ মে ২০২৫

‘আমার যৌনজীবন তো অত মশলাদার নয়’

বলিউডের অন্যতম গুণী অভিনেত্রী তাপসী পান্নু

বলিউডের অন্যতম গুণী অভিনেত্রী তাপসী পান্নু। ঘনিষ্ঠ দৃশ্যে তার সাবলীল অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ। সর্বশেষ তাকে দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’ সিনেমায়। সেখানে তার অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকদের। তবে এ বলি নায়িকার আক্ষেপ ছিল জোহরের টক শো নিয়ে। যেখানে আমন্ত্রণ পাচ্ছেন না তিনি। 

বহু তারকারা বহুবার এ শোয়ে এলেও শুধু আমন্ত্রণ পাচ্ছেন না তাপসী পান্নু। কিন্তু কেন? প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী যা বললেন তাতে অবাক সকলে। তবে হ্যাঁ, বরাবরের মতো বুদ্ধিমত্তার সঙ্গে সোজাসাপ্টা জবাবই দিয়েছেন তিনি। এমন উত্তর যেন শুধু তার কাছ থেকেই আশা করা যেত। মজার ছলে তাপসীর জবাব ছিল, আমার যৌনজীবন তো অত মশলাদার নয়! তাই হয়তো ডাকা হয় না।

প্রসঙ্গত, বলিউডের পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে তাপসী পান্নুর অভিনয় নজর কেড়েছে দর্শক থেকে শুরু করে ফিল্ম সমালোচকদেরও। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়ে তিনি এতইটাই মনযোগী যে নিজের স্বামীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন না তিনি।

অভিনেত্রীর স্পষ্ট বাক্য, আমার পার্টনারকে কখনোই এসব বিষয়ে কিছু বলি না। আমার প্রফেশনাল লাইফ, ব্যক্তিগত জীবনের থেকে অনেক অনেক দূরে রাখি।

অভিনেত্রীর এমন অনেক ঘটনার প্রেক্ষিতেই তার ভক্ত ও নেটিজেনদের অনুমান, বাস্তবজীবন তথা স্বামী বা সংসার নিয়ে তার কোনো গভীর গল্প নেই; কাজেই পর্দার তুলনায় তার বাস্তবজীবন যে অনেকটাই ভিন্ন-তা বলাই যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়