
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া বাড়ি, ইনসেটে উপদেষ্টা ফারুকী
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ওই চিত্রশিল্পীর বাড়ির একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ধরনা করা হচ্ছে, এবার বৈশাখী শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো হয়েছিল। আর এবারের শোভাযাত্রায় মোটিফ তৈরির কাজে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের যুক্ত থাকার কারণে শিল্পীর বাড়িতে আগুন দেয়া হতে পারে।
ইতোমধ্যেই চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, তিনি কেবল বাঘের মোটিফটি তৈরি করেছিলেন। ফ্যাসিস্ট হাসিনার মোটিফটি তিনি তৈরি করেননি। আর এ মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
আরওপড়ুন<<>>পুড়িয়ে দেয়া হলো পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়ি
এদিকে, বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিলো তাদের ভাষ্যে- হাসিনার এফিজি বানানোর অপরাধে! এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
জুলাই চলমান স্মরণ করে এ উপদেষ্টা বলেন, পাহাড় থেকে সমতলজুড়ে বাংলাদেশ মাত্রই এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এ সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো- জুলাই চলমান। কিন্তু ওরা জানেনা বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে। বাংলাদেশের বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।