Apan Desh | আপন দেশ

নতুন অবতারে পরীমনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ২৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:৫৬, ২৯ নভেম্বর ২০২৪

নতুন অবতারে পরীমনি

ছবি পরীমনির ফেসবুক থেকে নেয়া

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। মামলা, কারাবন্দি, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন ঢালিউডের এ সুন্দরি চিত্রনায়িকা। তবে বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থেকেছেন তিনি। নতুন করে আবারও ফেসবুকে ঝড় তুলেছেন পরী। তার রুপের ঝলকে রীতিমত মুগ্ধ ভক্তরা।

শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন পরীমনি। ক্যাপশনে জুড়ে দিয়েছেন জবা ফুলের ইমোজি। ছবির সঙ্গে মিউজিকও যুক্ত করেছেন তিনি।

ওই ছবিগুলোতে দেখা যায়, পরীমনির পরনে রয়েছে গোলাপি রঙের একটি হুডি। জবা গাছ ধরে দাঁড়িয়ে ফুলের সৌন্দর্য অবলোকন করছেন তিনি। খোলা চুল আর নো মেকআপ লুকে পরীমনিকে দেখতে বেশ লাস্যময়ী লাগছে। বিভিন্ন ঢংয়ে জবা ফুল ধরে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

ফেসবুকে ছবিগুলো দেয়া মাত্রই পরীমনির মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়ছেন নেটিজেনরা। মুহূর্তেই ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে তার ভক্তদের। একজন লিখেছেন, ভীষণ আদুরে। এই মন্তব্যের জবাবে গোলাপ ফুলের ইমোজি দিয়ে তাকে রিপ্লাই দিয়েছেন চিত্রনায়িকা।

প্রসঙ্গত, সর্বশেষ গত ৮ নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’। সিরিজে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরীমনিকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়