Apan Desh | আপন দেশ

রাবিতে পরিচ্ছন্নতা অভিযান করেছে গ্রীন ভয়েস

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ২২ নভেম্বর ২০২৫

রাবিতে পরিচ্ছন্নতা অভিযান করেছে গ্রীন ভয়েস

ছবি: আপন দেশ

‘নিজেদের ক্যাম্পাস নিজেরাই রাখবো পরিচ্ছন্ন'- এ স্লোগানকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশমুখী সংগঠন গ্রীন ভয়েস।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে তারা দিনের কর্মসূচি শুরু করে।

অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকা থেকে শুরু করে পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, সিরাজী ভবনের আশপাশসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বর্জ্য সংগ্রহ ও অপসারণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতার পরিবেশ সৃষ্টি হয়। 

আরও পড়ুন<<>>বিশ্ববিদ্যালয় দিবসে প্রতিষ্ঠাতার প্রতি ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

গ্রীন ভয়েস, রাবি শাখার ছাত্র উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। ক্যাম্পাসকে সুন্দর, সবুজ ও বাসযোগ্য রাখতে আমরা নিয়মিত এমন উদ্যোগ নেই। আসুন, আমরা নিজেরাই আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখি।

অভিযানে অংশ নেয়া গ্রীন ভয়েস-এর রাবির সাবেক সভাপতি আশিকুর রহমান বলেন, এ বিশ্ববিদ্যালয় আমাদের, বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, নিয়মিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ রাবি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়