জসিম উদ্দিন ও ইয়াসিন আরাফাত বিজয়
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়।
রোববার (২৬ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন ইতিপূর্বে রাবি শাখার সহ-সভাপতি ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয় পূর্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন<<>>হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদে ইসলামি লেবাজে ক্লাস নিলেন রাবি অধ্যাপক
নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের অন্যতম বৃহত্তম বুদ্ধিবৃত্তিক অংশ। আমাকে এ দায়িত্ব দেয়ায় সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাই। নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ।
সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয় বলেন, এ সংগঠনের নেতৃত্ব পাওয়া যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আশা করছি, সকলের সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করতে পারব।
প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’— এ প্রতিপাদ্য সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করা, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা, সভা-সেমিনার ও কর্মশালার আয়োজনের মাধ্যমে সংগঠনটি কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের ২১টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করছে দেশের তরুণ লেখকদের বৃহত্তম এ সংগঠনটি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































