Apan Desh | আপন দেশ

ভিপিতে ছাত্রদলের চার গুণ, বামপন্থীর ৫৪ গুণ বেশি ভোট পেয়ে শিবির জয়ী

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৫, ১৮ অক্টোবর ২০২৫

ভিপিতে ছাত্রদলের চার গুণ, বামপন্থীর ৫৪ গুণ বেশি ভোট পেয়ে শিবির জয়ী

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। তিন দশক পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।

ছাত্রশিবিরের মনোনীত প্যানেলের সঙ্গে অন্য দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। ফলে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল মোট ২৩টি পদের মধ্যে ২০টিতে জয়লাভ করেছে। এর মধ্যে ভিপি ও এজিএস পদও রয়েছে। ফলাফল ঘোষণা করা হয় শুক্রবার (১৭ অক্টোবর)। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

আরও পড়ুন>>>রাকসুতে শিবির সমর্থিত সুজন চন্দ্র বিজয়ী

রাকসু নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ভিপি পদে ছাত্রশিবিরের জাহিদ যেখানে ১২ হাজার ৬৮৭ ভোট পেয়েছেন, সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি ভোট। সে অনুযায়ী প্রায় চার গুণ বেশি ভোট ভিপি হয়েছেন শিবিরের জাহিদ। এ ব্যবধান বামপন্থী প্রার্থী ফুয়াদ রাতুলের চেয়ে ৫৪ গুণ বেশি। ফুয়াদের প্রাপ্ত ভোট ২৩৭। 

অন্যদিকে জিএস পদে জয় না পেলেও শিবির সমর্থিত প্রার্থী ফাহিম রেজা পান ৫ হাজার ৭২৯ ভোট। সেখানে ছাত্রদলের প্রার্থী নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট। যা ছাত্রদলের চেয়ে প্রায় চার গুণ বেশি। জিএস জয় পেয়েছেন সালাউদ্দিন আম্মার। তার প্রাপ্ত ভোট ছিল ১১ হাজার ৫৩৭। যা শিবিরের প্রার্থীর চেয়ে দ্বিগুণ ও ছাত্রদলের চেয়ে প্রায় ৯ গুণ বেশি। 

তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এজিএস পদে। শিবির সমর্থিত সালামান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হোন। সেখানে ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট। মূলত পুরুষ ভোট বেশি পেলেও নারী ভোটার টানতে না পারায় আত্মবিশ্বাসী থেকেও জয় বঞ্চিত হোন এষা। ভিপি ও জিএস’র মত এজিএসেও ভরাডুবি ছিল বামপন্থীদের। এ পদে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের প্রার্থী নাসিম সরকার ১৭১ ভোট পান।

আপন দেম/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়