
ছবি : আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নির্ধারিত সময়েই সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। শিক্ষার্থীরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে আসা শুরু করেছে। ইতোমধ্যে কেন্দ্র গুলোতে ভিড় দেখা যাচ্ছে। লম্বা সিরিয়ালে দাড়িয়ে আছেন ভোটাররা।
ভোটদান শেষে একজন শিক্ষার্থী জানান, এটায় আমার জীবনের প্রথম ভোট। খুবই ভালো লাগছে। ভিতরের পরিবেশ খুবই সুন্দর। যারা দায়িত্ব আছেন তারা খুব ভালোভাবে তাদের দায়িত্ব পালন করছে। প্রত্যেকটা প্রসেস আমাদের জানানো হয়েছে যে কিভাবে কি করতে হবে। এছাড়া আমাদের প্রাইভেসি রক্ষা করা হয়েছে।
আরেকজন শিক্ষার্থী বলেন, ভেতরে ভোটের পরিবেশ অনেক ভালো এবং উপস্থিতি অনেক বেশি। আমি এর আগে জাতীয় নির্বাচনে কখনো ভোট দেইনি জীবনে প্রথম ভোট দিলাম। খুবই ভালো লাগছে।
আরও পড়ুন<<>>সাড়ে তিন দশক পর রাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
এক শিক্ষার্থী বলেন, নির্বাচনের যে আমেজ ৩-৪ দিন ধরে আমাদের ক্যাম্পাসে ছিল সেটা আজও দেখা যাচ্ছে। সবাই ভোটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ফলাফল পর্যন্ত এই আমেজটা থাকবে। ভোটের পরিবেশ খুবই গোছালো ছিলো। ৪৩টা ভোটই দিয়েছি। খুবই ভালো লাগছে।
জুবেরী ভবন কেন্দ্র পরিদর্শনে এসে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, পরিবেশ তো ভালোই মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে আমার শিক্ষার্থীদের জন্য। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চলেছে এবং আমার বিশ্বাস তারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গেই নির্বাচন শেষ করবে। সর্বোচ্চ স্বচ্ছতার ভিতর দিয়ে ভোট গ্রহণ শেষ হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।