Apan Desh | আপন দেশ

রাকসু নির্বাচন: মনোনয়ন বিতরণ শেষ, প্রার্থী ১২৩৩

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৯, ৩ সেপ্টেম্বর ২০২৫

রাকসু নির্বাচন: মনোনয়ন বিতরণ শেষ, প্রার্থী ১২৩৩

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মোট ৪৭৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় ২৩টি পদে ৩৯৫টি ও সিনেটের ৫ টি পদে ৮৪ জন প্রার্থী মনোনয়ন তুলেছেন। অন্যদিকে হলগুলোতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭৫৪ প্রার্থী।

বুধবার (০৩ সেপ্টেম্বর) রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

রাকসুর কেন্দ্রীয় ২৩ পদ উল্লেখ অনুযায়ী ভিপি (সহ-সভাপতি) পদে লড়াই করবেন ১৪ ও জিএস পদে ৮ জন প্রার্থী। এছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ১০ জন, সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৮ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৪ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৫ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৭ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৫ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৪ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ৯ জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৫ জন, সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৭ জন, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৪ জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৩ জন সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৬ জন, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৩ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক 8 জন, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১৩ জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১১ জন, নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৫১ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।

আরওপড়ুন<<>>৯১ ছাত্রীকে ’বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বললেন রাবি ছাত্রদল নেতা

এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষার্থীদের প্যানেল থেকে মনোনয়ন নিয়েছে শিক্ষার্থীরা । এরমধ্যে ছাত্রদল ২৬ জন, ছাত্রশিবির ২১ জন, গণ ছাত্রজোট ২৩ জন, আফরিন জাহান ২৩ জন, সচেতন শিক্ষার্থী পরিষদ ১৫ জন, আধিপত্যবাদ বিরোধী ঐক্য ২১ জন, অপরাজেয় ৭১ জাগ্রত ১৩ জন, তৌহিদুল ইসলাম ৭ জন, নাজমুস সাকিব ৬ জন, পদ উল্লেখ ব্যতীত ৯ জনসহ মোট ২১৪ জন প্রার্থী প্যানেল থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

হলসংসদের ১৫টি পদে মনোনয়ন নিয়েছেন ৭৫৪ প্রার্থী। ১৭টি হলের মধ্যে শেরে বাংলা ফজলুল হক ৫০, শাহ্ মখদুম ৫০, নবাব আব্দুল লতিফ ৩৬, সৈয়দ আমীর আলী ৪৮, শহীদ শামসুজ্জোহা ৪৬, মন্নুজান ৪০, শহীদ হবিবুর রহমান ৫৩, মতিহার ৫৫, মাদার বখশ ৫০, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ৬২, রোকেয়া ৩০, তাপসী রাবেয়া ৩৮, বেগম খালেদা জিয়া ২৫, শহীদ জিয়াউর রহমান ৫৪, বিজয়-২৪ ৩৫, রহমতুন্নেসা ৪২, জুলাই-৩৬ হলে ৪২ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।

একইদিন রাকসু নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহের শেষ দিন থাকলেও তা একদিন বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। বুধবার ২০০ জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত সব মিলিয়ে মোট ৮৪১ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন।

রাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, আজ প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ শেষ হয়েছে। আমরা ইতোমধ্যে আগে সংগৃহীত নমুনার ফলাফল প্রস্তুত করেছি। আজ যারা নমুনা জমা দিয়েছে, তা আগামী ০৭ সেপ্টেম্বর (রোববার) নির্বাচন কমিশন বরাবর জমা দেয়া হবে।

সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, মনোনয়নের কার্যক্রম আজ শেষ হলো। মনোনয়ন বিতরণের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তবে যারা আজ প্রার্থী হলেন তারা কালকেও ডোপ টেস্ট করতে পারবেন। পরেরদিন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়