Apan Desh | আপন দেশ

জুলাই-আগস্ট বিপ্লব আগামী দিনের পথনির্দেশিকা: ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৬, ৪ আগস্ট ২০২৫

জুলাই-আগস্ট বিপ্লব আগামী দিনের পথনির্দেশিকা: ইবি উপাচার্য

ছবি: আপন দেশ

জুলাই-আগস্ট বিপ্লব আমাদের আগামী দিনের চলার পথনির্দেশিকা বলে অভিহিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (০৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে জুলাই আন্দোলনের ডকুমেন্টারী প্রদর্শনী উদ্বোধনের পর এ কথা বলেন তিনি।

ইবি ভিসি বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচারকে উৎখাত করতে জুলাই-আগস্ট বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র-জনতা কী বীরত্বপূর্ণ অবদান রেখেছে তা আজীবনকাল এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখতে পারবে। এটি আমাদের অস্তিত্ব, আমাদের আদর্শ, আমাদের প্রেরণা।

আরওপড়ুন<<>>ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়ব। ফ্যাসিবাদকে আর কখনও ফিরে আসতে দেব না। নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমে বাংলাদেশ শাসিত হবে বলে আশা প্রকাশ করেন ইবি ভিসি।

সুখী-সমৃদ্ধ, বৈষম্যবিরোধী সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এ ভীষণ নিয়ে সামনের দিকে অগ্রসর হতে শিক্ষক-ছাত্রসহ বিশ্ববিদ্যালেয়ের সকলের প্রতি আহবান জানান  ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক ছিদ্দিকী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হক, অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, ইউট্যাব কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মো. নাসির উদ্দিন খান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়