Apan Desh | আপন দেশ

রোজায় সংকট ঠেকাতে সয়াবিন কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:১৭, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪০, ২১ জানুয়ারি ২০২৬

রোজায় সংকট ঠেকাতে সয়াবিন কিনছে সরকার

ছবি : আপন দেশ

রমজানে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে সরকার জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক বাজার থেকে তেল আমদানির অনুমোদন দিয়েছে। ডিপিএম পদ্ধতিতে কানাডার একটি প্রতিষ্ঠান থেকে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা এবং প্রতি লিটারের দাম পড়বে ১৬৩ টাকা ৬ পয়সা।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সেখানে তেল আমদানির এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় এই আমদানির উদ্যোগ নিয়েছে। রমজানে তেলের চাহিদা বাড়ে। সে সময় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। মূল্যও অস্থিতিশীল হয়ে পড়ে। এ অবস্থায় সরবরাহ বাড়ানো এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার জরুরি বিবেচনায় তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন <<>> ঢাকা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়

তেল সরবরাহ করবে কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস ইনকর্পোরেটেড। তেলের উৎস হবে ব্রাজিল। চট্টগ্রাম বন্দর পর্যন্ত দুই লিটার পেট বোতলে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়েছে ১৩১ টাকা ৪৯ পয়সা। পরিবহন ও অন্যান্য ব্যয় যোগ করে টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটারের দাম দাঁড়াবে ১৬৩ টাকা ৬ পয়সা।

সরকার জানিয়েছে, এ তেল বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে ছাড়া হবে। ফলে ক্রয়মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি সম্ভব হবে। এ কারণে সরকারের কোনো ভর্তুকি লাগবে না।

এর আগে, গত ৬ জানুয়ারি একই কমিটির বৈঠকে থাইল্যান্ডের থাইন্যাল্ডের প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির অনুমোদন দেয়া হয়েছিল।

সেখানে মোট ব্যয় ধরা হয়েছিল ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা। সব খরচ মিলিয়ে সে তেলের লিটারপ্রতি মূল্য নির্ধারিত হয়েছিল ১৬২ টাকা ৬৩ পয়সা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়