Apan Desh | আপন দেশ

কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:১৫, ২০ নভেম্বর ২০২৫

কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস

ফাইল ছবি

দেশের পুরোনো কূপগুলো ২০২৩ সাল থেকে নতুন করে ওয়ার্কওভার শুরু হয়। এরমধ্যে সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন ১৪টি কূপের ওয়ার্কওভার চলমান রয়েছে। ইতোমধ্যে কৈলাশটিলার ১ নম্বর কূপসহ ৭টি কূপের ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে এবং সবগুলোতেই গ্যাসের মজুদ পাওয়া গেছে।

ওয়ার্কওভারের মাধ্যমে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে বন্ধ থাকা সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ডের ১ নম্বর কূপে। এ কূপ থেকে প্রতিদিন সাড়ে পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সঞ্চালন শুরু হতে পারে।কৈলাশটিলা গ্যাসফিল্ডের উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ফররুখ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, কৈলাশটিলা গ্যাসফিল্ডের ১ নম্বর কূপ থেকে একবার বিরতি দিয়ে ২০১৯ সাল পর্যন্ত এ কূপ থেকে গ্যাস উত্তোলিত হয়। এর আগে ১৯৬১ সালে গ্যাসের সন্ধান মেলে। ২০১৯ সাল থেকে কূপটি বন্ধ ছিল। ওয়ার্কওভার করে আবারও গ্যাস মিলেছে এবং আজ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হতে পারে। 

আরও পড়ুন<<>>ব্যাংকের ঋণ অবলোপনে নতুন নির্দেশনা

ফররুখ আহমদ আরও বলেন, ইতোমধ্যে কৈলাশ টিলার ২, ৬, ৭ ও ৮ নম্বর কূপ থেকে মোট ৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে। এবার সরবরাহের পরিমাণ আরও বেড়ে যাবে।

প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কৈলাশটিলার ১ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে গ্যাসের মজুদ পাওয়া গেছে। এখনও কিছু কাজ বাকি আছে। আজকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে।

সিলেট গ্যাসফিল্ডের তথ্যমতে, প্রায় ৪ মাস আগে কৈলাশটিলার ১ নম্বর কূপ ওয়ার্কওভার শুরু করে দেশীয় তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান বাপেক্স। ওয়ার্কওভারকালে প্রায় ২২ হাজার ফুট গভীরে গ্যাসের সন্ধান মেলে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর থেকে সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন রশিদপুর গ্যাসফিল্ডের ৩ নম্বর পুরোনো কূপ থেকে নতুন করে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়।

কৈলাশটিলাসহ সিলেটের কূপগুলো প্রতিদিন গড়ে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এর আগে গত বছরের ২২ অক্টোবর সিলেট গ্যাসফিল্ডের ৭ নম্বর কূপে খননকাজ শেষে গ্যাসের সন্ধান পাওয়া যায়। হরিপুরে ৭ নম্বর কূপ থেকে দৈনিক ৭ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে উত্তোলন হচ্ছে। কূপের ১ হাজার ২০০ মিটার গভীরতায় এ গ্যাস পাওয়া গেছে। ওই বছরের ২৪ মে খননকাজ শেষে সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ডে ৮ নম্বর কূপে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়ার যায়। কূপের ৩ হাজার ৪৪০ থেকে ৫৫ হাজার ফুট গভীরতায় গ্যাস পাওয়া যায়।

সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের আওতাধীন কূপগুলোতে চলমান আরও কয়েকটি প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে। খনন চলমান থাকা অন্য সকল কূপে আশানুরূপ গ্যাস পাওয়া গেলে শুধুমাত্র এ কোম্পানি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ২৫০ মিলিয়ন গ্যাস যুক্ত করা সম্ভব, বলছেন সংশ্লিষ্টরা। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে কয়েকটি অনুসন্ধান কূপ ও ওয়ার্কওভারের কাজ চলছে।

গত বছরের ২৭ জানুয়ারি সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন রশিদপুরের ২ নম্বর কূপে গ্যাসের নতুন স্তরের সন্ধান মেলে। যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট।

এ ছাড়া ২০২৩ সালের ২৬ নভেম্বর দেশের সবচেয়ে পুরোনো গ্যাসফিল্ড হরিপুরের ১০ নম্বর কূপে গ্যাসের সন্ধান মেলে। খনন কাজ শেষে ওইদিন গ্যাস প্রাপ্তির তথ্য নিশ্চিত করে সিলেট গ্যাসফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। ওই বছরের ২২ নভেম্বর সিলেটের কৈলাশটিলায় পরিত্যক্ত ২ নম্বর কুপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। এখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় ১৯৫৫ সালে। এরপর আবিষ্কার হতে থাকে একের পর এক গ্যাসফিল্ড। বর্তমানে এসজিএফএল-এর আওতায় পাঁচটি গ্যাসফিল্ড রয়েছে। সেগুলো হলো— হরিপুর গ্যাসফিল্ড, রশীদপুর গ্যাসফিল্ড, ছাতক গ্যাসফিল্ড, কৈলাশটিলা গ্যাসফিল্ড ও বিয়ানীবাজার গ্যাসফিল্ড। এর মধ্যে ছাতক গ্যাসফিল্ড পরিত্যক্ত অবস্থায় আছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় থাকতে পারেন খালেদা পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল নারীর নিরাপত্তা ছাড়া দেশ এগোতে পারবে না: তারেক রহমান শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সম্মিলিত নিরাপত্তা প্রচেষ্টার আহবান প্রধান উপদেষ্টার যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২৮ কমনওয়েলথ মহাসচিব ঢাকায় আসছেন আজ ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর শততম টেস্টে মুশফিকের ইতিহাস নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা বড়: সিইসি উত্তরে কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ ১০ ঘন্টা পর মুক্ত সাংবাদিক সোহেল জাপানে আগুন জ্বলছেই, ১৭০ বাড়ি ছাই