Apan Desh | আপন দেশ

‘লোকসানে থাকা ব্যাংক মালিকরা লভ্যাংশ-কর্মকর্তারা বোনাস পাবে না’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২২:৩৯, ৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৪০, ৬ সেপ্টেম্বর ২০২৫

‘লোকসানে থাকা ব্যাংক মালিকরা লভ্যাংশ-কর্মকর্তারা বোনাস পাবে না’

সংগৃহীত ছবি

কোনো ব্যাংক লোকসানে থাকলে সে ব্যাংকের মালিকরা লভ্যাংশ ও কর্মকর্তারা বোনাস পাবেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে অর্থনীতিতে প্রবাসীদের অবদান নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, অর্থ পাচার ঠেকানোয় ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় দেশে রিজার্ভের পরিমাণ বেড়েছে। রেমিট্যান্স প্রবাহ ২৯ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।

অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, এক্ষেত্রে অনেকটাই সফল হওয়া গেছে। অর্থনীতিতে এখন ডলার সংকট নেই তবে টাকার সংকট আছে। এটি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণে সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হবে। এ বিষয়ে আগামীকাল থেকে সরকারের সাথে আলোচনা শুরু হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়