ছবি: আপন দেশ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ কোটি টাকার প্রায় মাদক ও চোরাচালানের মালামাল জব্দ করেছে। এ অভিযান চলে চলতি বছরের নভেম্বর মাসজুড়ে। বিজিবি রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের সদস্যরা এটি করেন।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দিনাজপুর সেক্টরের গুলজার মিলনায়তনে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিজিবি একইসঙ্গে মানব পাচার রোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমে নজর দিচ্ছে। তারা সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। এছাড়াও ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার উপস্থিত ছিলেন।
বিজিবি কর্মকর্তারা জানান, নভেম্বর মাসে রিজিয়নের চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন অভিযান চালায়। এসময় মাদক ও চোরাচালানের সাথে জড়িত ৪৮ জনকে আটক করা হয়েছে।
এক মাসে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, প্রসাধনী, ঔষধ ও পোশাক জব্দ করা হয়। এছাড়াও জিরা, ধান, চিনি, পেঁয়াজ, আপেল, মোটরসাইকেল, সাইকেল, মোবাইলও আটক করা হয়েছে। ছয় রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি ওয়ান শুটারগান জব্দ করা হয়। প্রায় দুই কেজি গান পাউডারও আটক করা হয়েছে। এই সময়ে ১১৫টি গরু, ১৩টি মহিষ ও ২টি ছাগলও জব্দ করা হয়।
চোরাচালান রোধের পাশাপাশি মানব পাচার প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিয়েছে বিজিবি। গত মাসে সীমান্ত এলাকা থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও ছিলেন। ইলিশ ও জাল টাকা পাচার রোধে বিজিবি টহল পরিচালনা করছে। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধেও তাদের নজরদারি রয়েছে।
সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কাজ করছে বিজিবি। এই সময়ে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে ৪১৩টি পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত রক্ষায় সক্ষমতা বাড়াতে চতুরবাড়ী বিওপি স্থাপন করা হয়েছে। লালমনিরহাট জেলার ৬১ বিজিবির আওতায় এটি করা হয়েছে।
বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি বেসামরিক প্রশাসনকে সহায়তা করেছে। সংবাদ সম্মেলনে এই তথ্যও জানানো হয়।
এছাড়া, গত ২৯ নভেম্বর দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। ৩০০ জন গরিব ও দুস্থ ও ১০০ জন শিশুর মাঝে এসব বস্ত্র দেওয়া হয়। একটি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় ৫০৯ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। তাদের প্রয়োজনীয় ঔষধও সরবরাহ করা হয়েছে। নভেম্বর মাসে দুই হাজার ৫৮৬টি জনসচেতনতামূলক সভা করা হয়। সীমান্ত সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খান। জয়পুরহাট, ঠাকুরগাঁও ও দিনাজপুরের কর্মরত সাংবাদিকরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমব
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































