Apan Desh | আপন দেশ

‘চাঁদাবাজদের থেকে বাংলার জমিন চিরতরে রক্ষা করতে হবে’

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ৬ ডিসেম্বর ২০২৫

‘চাঁদাবাজদের থেকে বাংলার জমিন চিরতরে রক্ষা করতে হবে’

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ক্ষমতালোভী, চাঁদাবাজদের আমাদের ‘না’ বলতে হবে। বাংলার জমিনকে তাদের হাত থেকে চিরতরে রক্ষা করতে হবে। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর প্রতি আশাবাদ জানিয়ে তিনি বলেন, আমরা সে দিনের অপেক্ষায় আছি, যেদিন বাংলাদেশের সোনালি সূর্য উদিত হবে চাঁদাবাজ, খুনি, লুটেরা নিপাত যাবে, দেশপ্রেমিকরা বিজয় অর্জন করবে।

শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের মানুষ পাঁচ দফা দাবির পক্ষে কুরবানি দিয়েছে উল্লেখ করে  বলেছেন, ৫ আগস্ট হাজার হাজার মা তাদের সন্তানের লাশ কাঁধে নিয়েছেন। এ দেশের মানুষ পাঁচ দফার পক্ষে কুরবানি দিয়েছে।

তিনি বলেন, ৫৩ বছর যারা আমাদের জিম্মি করে রেখেছিল, তারা নিজেরাই আজ নিরাপদ নয়। তারা নিজেদেরকেই ধ্বংস করেছে। জুলাই অভ্যুত্থান দেশের জন্য সুন্দর ভবিষ্যতের পথ তৈরি করেছে। খুনিদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপরই নির্বাচনের উপযোগী ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হবে।

চরমোনাই পীর অভিযোগ করেন, যারা একসময় নির্বাচনের জন্য পাগল ছিল, এখন তারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কারণ তারা বুঝে গেছে জনগণ ফ্যাসিস্টদের চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সংস্কারের পথ রুদ্ধ করতে দৃশ্যমান বিচারই তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে।

দেশপ্রেমিক শক্তিকে সতর্ক করে তিনি বলেন, ৫৩ বছর যারা আমাদের জিম্মি করে রেখেছিল, আল্লাহ আমাদের সে অবস্থা থেকে মুক্ত করেছেন। আমরা যদি ভুল করি বা ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্পর্কে কলঙ্কজনক ইতিহাস লিখবে।

ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির (বিডিপি) সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন প্রমুখ। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়