Apan Desh | আপন দেশ

ভূরুঙ্গামারীতে ৯ ফুট অজগর উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ২ ডিসেম্বর ২০২৫

ভূরুঙ্গামারীতে ৯ ফুট অজগর উদ্ধার

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া (ভাসানীপাড়া) গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। 

শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে সাপটি ধরা পড়ে।

ঘটনার দিন সকালে কৃষকরা জমিতে কাজ করছিলেন। হঠাৎ তাদের চোখে বিশাল দেহের একটি সাপ পড়ে। কৃষকরা বুঝতে পারেন, এটি একটি অজগর সাপ। বিশাল সাপ দেখার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন সেখানে ভিড় করতে শুরু করেন। তারা ভয়ে দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্কেল এএসপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উৎসুক জনতা যাতে সাপটির কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য ঘটনাস্থল ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে পুলিশ।

আরও পড়ুন>>>প্রেসক্লাবের সামনে এনটিআরসিএ বঞ্চিতের অবস্থান কর্মসূচি

স্থানীয়দের ধারণা গত অক্টোবরে হঠাৎ বন‍্যায় ভারতীয় পানির ঢলে হয়তো অজগর সাপটি ভেসে এসেছিলো।

ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে নিরাপদভাবে সাপটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, অজগর সাপটি স্থানীয় এক সাপুড়ে ধরেছিলেন। আমরা এটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দফতরে পাঠিয়েছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়