Apan Desh | আপন দেশ

বিএনপি একমাত্র দল যারা গণতন্ত্রকে লালন করে :সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৪, ২০ নভেম্বর ২০২৫

বিএনপি একমাত্র দল যারা গণতন্ত্রকে লালন করে :সুলতান সালাউদ্দিন টুকু

ছবি: আপন দেশ

বিএনপি একমাত্র গণতান্ত্রিক দল যারা গণতন্ত্রকে আজীবন লালন করেছে। এছাড়া সকল দলই গণতন্ত্রকে ধ্বংস বা বাধাগ্রস্থ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় তিনি টাঙ্গাইলকে আধুনিক টাঙ্গাইল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার্স অ্যালাইয়েন্স এর আয়োজনে টি-টুয়েন্টি  ক্রিকেট উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যতোদিন ক্ষমতায় ছিলেন ততোদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। 

আরও পড়ুন<<>>বঙ্গোপসাগরে নিম্নচাপের আভাস, কমবে তাপমাত্রা

তিনি বলেন,যারা  দেশের মানুষের ধিককৃত হয়ে পালিয়ে গেছে তারা দূর থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। পাশ্ববর্তী দেশে বসে এ দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে, এটা দেশের জনগণ ঘৃণাভাবে প্রত্যাখান করেছে।

টুকু বলেন, আওয়ামী বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরন করেছে।  ফ্যাসিবাদ কায়েম করেছেন, মানুষের উপর গুলি চালিয়েছেন। স্বৈরাচার এরশাদ স্বৈরচারী কায়দায় দেশ চালিয়ে মানুষের উপর নির্যাতন করেছেন। আরেকটি দল আছে, যারা স্বাধীনতা যুদ্ধের সময় সহযোগী হিসেবে কাজ করে দেশের গণতন্ত্রকে হত্যার করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়াউর রহমানের অবদান, ৭৫ এর বিপ্লবে শহীদ জিয়াউর রহমান, ৯০ এর গণআন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়া এবং ২৪ এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবার মানেই গণতান্ত্রিক পরিবার। জিয়াউর রহমানের পরিবারই গণতান্ত্রিক বাংলাদেশ কামনা করে এবং সেটা প্রতিষ্ঠার পিছনে আজীবন লালন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ আলী ইমাম তপন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা যুব দলের আহবায়ক খন্দকার রাশেদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, জেলা বিএনপির মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল নারীর নিরাপত্তা ছাড়া দেশ এগোতে পারবে না: তারেক রহমান শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সম্মিলিত নিরাপত্তা প্রচেষ্টার আহবান প্রধান উপদেষ্টার যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২৮ কমনওয়েলথ মহাসচিব ঢাকায় আসছেন আজ ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর শততম টেস্টে মুশফিকের ইতিহাস নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা বড়: সিইসি উত্তরে কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ ১০ ঘন্টা পর মুক্ত সাংবাদিক সোহেল জাপানে আগুন জ্বলছেই, ১৭০ বাড়ি ছাই