ছবি: আপন দেশ
দেশের উদ্ভাবনী তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত Innovation World Cup Bangladesh 2026 (National Round)- এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের দল প্রজেক্ট কানন।
শুক্রবার (০৭ নভেম্বর) ঢাকার খিলগাঁও গভঃকলোনি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৬-এর জাতীয় পর্যায়ে ফাইনাল রাউন্ড।
সারা দেশের ৪০৬টি প্রজেক্ট ও ১৫০০ এর বেশি উদ্ভাবকের মধ্য থেকে নির্বাচিত সেরা ৮৫টি দলের অন্যতম ছিল প্রজেক্ট কানন। দলটি লাইফ সায়েন্স ক্যাটাগরিতে সেরা ১০ দলের মধ্যে স্থান করে নিয়ে গোল্ড মেডেল অর্জনের গৌরব অর্জন করেছে। এ দলে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী এবং শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী।
আরও পড়ুন<<>>গাঁজা বিক্রিতে বাঁধা দেয়ায় খুন হন ছাত্রদল নেতা সাম্য
প্রতিযোগিতাটি আয়োজন করেছে Dreams of Bangladesh (DOB), যেখানে এক্সক্লুসিভ পার্টনার হিসেবে ছিল MIICA Malaysia। জাতীয় পর্যায়ের এ আসরে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মাধ্যমে দেশের তরুণ উদ্ভাবকেরা তাদের প্রকল্প উপস্থাপন করেন।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (Antimicrobial Resistance) এবং ওষুধের অপব্যবহার (Medicine Misuse) প্রতিরোধে। প্রজেক্টটির লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় সমাধান তৈরি করা।
গোল্ড মেডেল জয়ের পর দলের সদস্য ফারিহা তাবাচ্ছুম বলেন, আমাদের প্রজেক্ট এর যাত্রায় একটি নতুন সূচনা হলো। তাতে আমি অত্যন্ত খুশী। আমরা বিশ্বাস করি, এ প্রজেক্টের মাধ্যমেই দেশ এর প্রতিটি স্তরে আমরা ওষুধ এর সঠিক ব্যবহার এবং এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে সচেতন করতে সক্ষম হবো।
দলটির কো-ফাউন্ডার নাসিম মাহমুদ খন্দকার বলেন, আমরা বিশ্বাস করি, গবেষণা ও সচেতনতার মাধ্যমে ওষুধের অপব্যবহার ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় নতুন দিগন্ত উন্মোচন সম্ভব। এ অর্জন আমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে আরও আত্মবিশ্বাসী করেছে।
উল্লেখ্য, গোল্ড মেডেল অর্জনের পর দলটি নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক বুটক্যাম্পে অংশগ্রহণের জন্য। যা অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সেরা উদ্ভাবনী দলগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রজেক্ট কানন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































