
ছবি: আপন দেশ
চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের সিংহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজম খান জানান, একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হঠাৎই দুপুরে বাড়িতে হামলা করে। তারা ভাঙচুর করে বাড়ির ভেতরের আসবাবপত্রসহ অন্যান্য জিনিস। এ সময় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।
আরও পড়ুন>>>নির্বাচনবিরোধীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন
তিনি হামলার পেছনে জেলা বিএনপির একাংশ, যুবদল ও ছাত্রদলকে দায়ী করেছেন বিএনপি নেতা আজম খান। জড়িতদের গ্রেফতারেরও দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।