Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবি

নোয়াখালী  প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ৮ মার্চ ২০২৫

নোয়াখালীতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবি

আন্তর্জাতিক নারী দিবসে নোয়াখালী নারী অধিকার জোটের শোভাযাত্রা

নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন, সমাবেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

শনিবার (০৮ মার্চ ) সকালে জেলা শহরের প্রধান সড়কে নোয়াখালী নারী অধিকার জোট এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

মানববন্ধনে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নারী ও শিশু ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। এ সময় ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, যানবাহনে সর্বত্র নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করা হয়। এছাড়া নারী ও শিশুদের নিরাপত্তা দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা উল্লেখ করে এর কঠোর সমালোচনা করা হয়।

সমাবেশে ২০২২ সালে নোয়াখালীর লক্ষীনারায়নপুরে নিজ বাসায় ধর্ষণের পর হত্যাকান্ডের শিকার স্কুলছাত্রী তাসপিয়া আকতার অদিতার মা স্কুল শিক্ষকা রেজিয়া সুলতানা বলেন, আমার মেয়ের খুনি এখনও শাস্তি নিশ্চিত হয়নি। প্রতিনিয়ত এ লজ্জা ও অপমান নিয়ে আমাকে আদালত আঙ্গিনায় ঘুরতে হচ্ছে। আমি আমার মেয়েসহ সকল নারী ও শিশুর ধর্ষক, খুনিদের দ্রুত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানাচ্ছি।

আরওপড়ুন<<>>ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

সোনাপুর ডিগ্রি কলেজের শিক্ষক শাকিলা পারভীন বলেন, আমাদের আর কতদিন ধর্ষকের বিচার দাবিতে এভাবে রাস্তায় দাঁড়াতে হবে। ধর্ষক, খুনিরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে বলেই একের পর এক এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক রৌশন আক্তার লাকি বলেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নারী, পুরুষ সবাইকে একযোগে ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। এভাবে চলতে দেয়া যায়না। এমন ভয়-আতঙ্কের জনপদ আমরা চাই না। আমরা বাঁচার মতো বাঁচতে চাই। সমাবেশে অন্যান্য বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানান।

এর আগে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে নারী অধিকার জোটের ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা জজ আদালত সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়কে পৌঁছে মানববন্ধন রচনা করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ছাড়াও শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়